বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, চায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৫, ০৪:১৯ পিএম

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, চায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; তারা চেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপির সঙ্গে আলোচনায় যা বোঝা গেছে, তারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। তারা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করে।”

উপদেষ্টা আরও জানান, “তারা আমাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি যে আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হলে তা প্রধান উপদেষ্টা নিজে দেখবেন।”

ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি কখনো বলেনি তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। তারা চেয়েছে অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে। আমাদের নিরপেক্ষ ভূমিকা পালন করার ব্যাপারে তাদের নিশ্চিত করা হয়েছে।”

নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কিনা জানতে চাইলে তিনি জানান, “এ ধরনের কোনো আলোচনা হয়নি। এটি উপদেষ্টা পরিষদের বিষয়।” এছাড়া, “নির্বাচনকালীন সরকার ছোট হবে কিনা— এ ধরনের কোনো দাবি কেউ তোলেনি।”

যদি কোনো দলের কেউ অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকেন, বিএনপির দৃষ্টিআকর্ষণের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে তারা আগেও তাদের অবস্থান জানিয়েছে।”

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিবিড়ভাবে মনিটর করবেন।”

জনপ্রশাসনের দায়িত্ব নিয়ে কোনো অভিযোগের বিষয়ে ড. আসিফ নজরুল মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, “জনপ্রশাসনের নিয়োগ-বদলি কোনো একটি দলীয় প্রভাবের অধীনে হয় না। সব দলই অভিযোগ করে, তাই আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”

Link copied!